প্রত্যাঘাত

Spread the love

প্রত্যাঘাত

সমীর পণ্ডিত (বাজিতপর, বাঁকুড়া)

বদলে দেওয়ার রাজনীতি ছিল স্বরযন্ত্রের প্রত্যাঘাত।
বদলাতে বলার উপদেশ ছিল নিজ বসে রাখার প্রয়াস।
বদল এর নামে বদলা নেওয়া এক প্রকার অভিসন্ধি ,ছত্রাক।

সত্যিকারের বদল চাইতে তাহলে তোমার কিসের আক্রোশ ?
যদি সে চাইত …..
বদলা না নিয়ে বদল হয়ে থাকুক !
অহরহ এত গোপন ঈর্ষা কিসের?
আসলে প্রতিচ্ছবি চাওয়া পাওয়ার রাজনীতি,
আশা আকাঙ্খার বেড়াজাল।
মন থেকে বদলে যাওয়া দেখে সবার আগে খুশি ….!
সে তো তার হওয়ারই কথা।
বদলে দিয়ে বদলের গর্বিত অহংকারে ; অহংকারী তারই থাকার কথা।

আমি বলতাম তুমিও সেই ওদের মত আমাকে ব্যবহার করলে ?
আর্থিক মানষিক যন্ত্রণার আবেগে মিথ্যে মায়া জড়িয়েছিল।
বোকামন শুধুই প্রিয়জনের গন্ধ খুঁজে পেয়েছিল।
সবটাই প্রয়োজন মাত্র।

দৃশ্য এক গল্প এক …,
শুধু স্থান বদলে যেতেই নাম এর বদল হলো।
আঘাত…প্রত্যাঘাত।
ব্যাকরণ বোঝাতে গেছি বারবার,
অকারণে …,
বাক্যবাণে প্রয়োগ করতে কটু শব্দ।
আমি পেরেছি প্রমাণ করতে।
আসলে সে বদলাতে বলেছিলে, নিজের সিন্দুকে যত্নে রাখবে বলে,
আজীবন নিজের কানপাশা করবে বলে।

বদল হতে চেয়েছিল খাঁচার পাখি…
মুক্ত আকাশে উড়বে বলে।
ভালো থাকার পাঠ্যবইতে কিছু সমার্থক শব্দ অজান্তেই সন্ধিবিচ্ছেদ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *