হতে চলেছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল:-

Spread the love

হতে চলেছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল:-

কবিরুল ইসলাম ,

‘ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আগামী ২ জুন হাওড়ার ‘শরৎসদন’-এ অনুষ্ঠিত হতে চলেছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল’। আয়োজক সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে “ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে এই প্রথম পশ্চিমবঙ্গে চলচ্চিত্র উৎসব করা হচ্ছে।

২২শে মে ২০২৫ সন্ধ্যায় ‘ইস্টার্ন ইণ্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন’ সংক্ষেপে ‘ইম্পা’ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন হয়।
‘ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’-এর সর্বভারতীয় মহাসচিব রামচন্দ্রন রেড্ডি জানিয়েছেন, “চলচ্চিত্র উৎসবে শতাধিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও ৪০টা পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে ৪০ টা ভিন্ন ভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান করা হবে।”
সংবাদমাধ্যমের সামনে বেশ কয়েকটা বাংলা চলচ্চিত্রের স্ক্রিনিং দেখিয়ে ‘ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার অধ্যক্ষ বাদল সরকার জানিয়েছেন, “আসন্ন চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটা স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্রও দেখানো হবে।”

সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট ব্যক্তি রূপে উপস্থিত ছিলেন সরোজ মুখার্জি, শিউলি রমানি গোমস, শুভম দাস, কলকাতা দূরদর্শন কেন্দ্রের প্রাক্তন নির্দেশক পার্থ চক্রবর্তী, আনন্দ চক্রবর্তী,
নৃত্য শিল্পী সুমা গুহ, সঙ্গীতশিল্পী সৌভিক দাশগুপ্ত প্রমুখ ব্যক্তি গণ।
এমন অভিনবো ভাবনা যথেষ্ট প্রশংণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *