গ্লোবাল এক্সেলেন্স এন্ড লিডারশিপ এওয়ার্ড ২৫
পারিজাত মোল্লা,
IEM‑UEM গ্রুপ ও রোটারি ক্লাব অফ সল্ট লেক সিলিকন ভ্যালি সম্প্রতি সিঙ্গাপুরের NUSS-এ “গ্লোবাল এক্সেলেন্স অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৫” আয়োজন করে।এই অনুষ্ঠান বিশ্বমানের চিন্তাবিদ এবং উদ্ভাবকদের একত্রিত করে উদ্ভাবন ও রূপান্তরমূলক নেতৃত্বের গৌরব উদযাপন করে।
নবনির্বাচিত ৯ জন প্রতিভাবান ব্যক্তি তাঁদের অসাধারণ অবদানের জন্য পুরস্কৃত হন, যার মধ্যে ছিলেন ডঃ দীপক ওঘমারে, ডঃ ম্যাথু চুয়া এবং ডঃ বৃন্দা জেয়ারামান।প্রফেসর সত্যজিৎ চক্রবর্তীর বক্তব্য ছিল অবিস্মরণীয়—“উদ্ভাবন জ্ঞান ও সহানুভূতির মিলনে লালন হয়।”
অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একাডেমিক ও প্রশাসনিক সমন্বয়ক ডঃ প্রবীর কুমার দাস ও ডঃ বর্ষা পোদ্দার।
SMART সমাজ, USA-র সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে অনুষ্ঠানটি আন্তর্জাতিক মর্যাদা পায় । নৈতিক উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি ও নেতৃত্বের শ্রেষ্ঠ মেলবন্ধনের প্রতিফলন ঘটায়।এই সম্মাননা একাডেমিয়া–শিল্পের সমন্বয়ে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করল এবং তাঁদের সম্মানী প্রদান করল যাঁরা এক উন্নত ভবিষ্যৎ গঠনে নিরলসভাবে কাজ করছেন।