প্রকাশ
উজ্জ্বল সামন্ত
মনের সবকিছু প্রকাশ করতে নেই,
সে ভালোবাসা হোক বা অভিমান।
মনের কথা উচ্চারিত হলে জিহ্বায়,
হাড় নেই, সম্পর্ক ভেঙে খান খান।।
বাক ব্রহ্ম, ধনুকবাণ, ছুঁড়লে ফেরে না,
হয়তো না বলাই ভালো সবকিছু।
মনের কিছু কথা থাক না অপ্রকাশিত,
অনুভূতির আঁচড়ে সময় কি নেবে পিছু ?
সম্পর্কের জটিলতায় আক্রান্ত মন,
ভাঙা গড়ার অদ্ভুত খেলার জাঁতাকল।
পিষছে দিনরাত, যন্ত্রণার অস্ফুট কাতর
হারিয়েছে যে, জানে না ব্যথার উপশম।।
জীবন, দায় দায়িত্ব কর্তব্যের দিনলিপি,
লেখে নিঃশব্দে মনের গভীরে, অদৃশ্য ।
আবেগ বিবেক অনুভূতির বহিঃপ্রকাশ ,
মন কেন খোঁজে ভালোবাসার সাদৃশ্য?
সময় অমূল্য, জীবন বদলাচ্ছে দ্রুততায়,
ইঁদুর দৌড়ে হারছে সম্পর্ক, মানুষ।
জয়ী হওয়ার আনন্দ উল্লাসে একাকীত্ব,
প্রয়োজন আর প্রিয়জনের পার্থক্যে হুঁশ ।।
মনের অব্যক্ত কথা লুকিয়ে অলিন্দে,
মন মস্তিষ্কের দ্বন্দ চিরকাল অদৃশ্যমান।
সুখ দুঃখের মাপকাঠি মাপে হোরমোন
নিশুতি রাতের সাক্ষী অশ্রু, বহমান ।।