প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্ট এর প্রদর্শনী মন ছুয়ে গেল

Spread the love

প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্ট এর প্রদর্শনী মন ছুয়ে গেল


দীপঙ্কর সমাদ্দার: কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস সেন্ট্রাল গ্যালারিতে ৪ঠা জুলাই থেকে ১০ই জুলাই মহাসমারোহে চিত্রপ্রেমীদের উপস্থিতিতে 12 জন চিত্রশিল্পী চিত্র ও ভাস্কর্য কর্ম নিয়ে অনুষ্ঠিত হলো দশম বার্ষিক প্রদর্শনী।
উদ্যোগতারাই সমবেতভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনী টি উদ্বোধন করেন। প্রত্যেক শিল্পী তাদের চিত্রকর্ম নিয়ে বক্তব্য রাখেন যা একটু অন্য আঙ্গিকে মনে হলো । এদিন অনুষ্ঠানে উপস্থিত চিত্রপ্রেমীরা শিল্পীদের নিজের মুখ থেকে তাদের চিত্রজীবনের কথা এবং ছবি নিয়ে আলোচনা শুনে মুগ্ধ হল অনুষ্ঠানের উপস্থিত চিত্র প্রেমীরা। একটা অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় হল। প্রতিদিনই দুপুর বারোটা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত চিত্রপ্রেমীদের উপস্থিতিতে আর্ট গ্যালারি পরিপূর্ণ ছিল। যা শিল্পীদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। গ্যালারিতে প্রত্যেকটা কাজ একেবারেই অন্য ধারায় শিল্পীরা এঁকেছেন, ভাস্কর্যগুলো দর্শকদের অত্যন্ত আনন্দ দিয়েছে। ছবিগুলি দেওয়ালে সাজানো হয়েছিল অত্যন্ত নান্দনিক দৃষ্টিতে যা দর্শকদের দেখতে কোন রকম অসুবিধাই হয়নি। প্রত্যেকটা ছবি একেবারে নিজস্ব ধারায় শিল্পীরা এঁকেছেন। আজকের শিল্পীরা তাদের মন মানসিকতায় কি ভাবছে তার স্পষ্ট রূপ প্রত্যেকটা ছবিতে দৃশ্যমান। প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্য একেবারে জীবন্ত। পাখির ছবিগুলো বিশেষভাবে নজর কেড়েছে। বিমুর্ত ছবিগুলো চিত্রপ্রণীদের ভাবনার জগতে নিয়ে গেছিল। প্রত্যেকটা ভাস্কর্য বিশেষ করে পা, মই দিয়ে কিছু মানুষের ওপরে ওঠা, নারী, মা ও ছেলে বেশ মন ছুয়ে গেল। প্রত্যেক শিল্পীর চিত্র ভাস্কর্য মুগ্ধ করেছে চিত্র প্রেমীদের। এক কথায় সম্পূর্ণ প্রদর্শনী টি সার্থক রূপ লাভ করলো এই ১২ জন চিত্র ও ভাস্কর্য শিল্পীর প্রচেষ্টায়। কলকাতা দেখল নতুন দৃষ্টিভঙ্গিতে কিছু ছবি ও ভাস্কর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *