বিধবা ও প্রবীণদের পাশে লায়ন্স ও IEM-UEM
কলকাতা IEM লায়ন্স ক্লাব এবং সল্টলেক IEM লায়ন্স ক্লাব,IEM-UEM গ্রুপের সহযোগিতায় সম্প্রতি মেদিনীপুরের বিবেকানন্দ লোক শিক্ষা কেন্দ্রে একটি কল্যাণ শিবিরের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য,স্বেচ্ছাসেবক, IEM-UEM গ্রুপের প্রতিনিধিরা এবং লায়ন ড. সমাপিকা দাস বিশ্বাস (সহকারী প্রধান, IEM), লায়ন ড. অনিমেষ কুণ্ডু (সভাপতি, সল্টলেক IEM লায়ন্স ক্লাব)।তাঁরা পার্শ্ববর্তী গ্রাম থেকে আসা বিধবা ও প্রবীণ নাগরিকদের হাতে সেলাই মেশিন ও মশারি তুলে দেন।
কলকাতা IEM লায়ন্স ক্লাবের সভাপতি ড. প্রবীর কুমার দাস বলেন, “সেলাই মেশিনগুলো মহিলাদের সম্মানের সঙ্গে উপার্জনের সুযোগ করে দেবে।মশারিগুলি প্রবীণদের মশাবাহিত রোগ থেকে রক্ষায় সহায়ক হবে।”
উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সমাজের সবচেয়ে দুর্বল অংশগুলিকে জীবিকা এবং প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা প্রদান।
IEM-UEM গ্রুপের পরিচালক ড. সত্যজিৎ চক্রবর্তী বলেন, “শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এমন নাগরিক গড়ে তোলা উচিত যারা সমাজের প্রতি দায়িত্ব পালন করে।”
স্থানীয় এনজিও ‘বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন’ এই প্রকল্পে সুবিধাভোগীদের চিহ্নিত ও সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।একজন ষাট বছর বয়সী বিধবা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “আমার কখনো মেশিন ছিল না। এখন আমি টেলারিং শুরু করতে পারব।”
সরল,হৃদয়স্পর্শী এই আয়োজন প্রমাণ করে সহমর্মিতা আর সহযোগিতার গ্ৰাম বাংলার মননে এখনো শক্তিশালী।