‘মৃগয়া ‘ দি হান্ট ছবির সাফল্য নিয়ে অনুষ্ঠান

Spread the love

 ‘মৃগয়া ‘ দি হান্ট ছবির সাফল্য নিয়ে অনুষ্ঠান

মোল্লা জসিমউদ্দিন, 

গত শুক্রবার কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন এক সভাগৃহে   ‘মৃগয়া’ দি হান্ট সিনেমার সফলতা নিয়ে এক উৎসব মুখর মিলন মেলা চললো । এই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সিনেমার সাথে যুক্ত কলাকুশলীরা। টানটান থ্রিলার, মারপিট, কৌতুক রঙ্গ সব মিলিয়ে বিনোদনে ভরপুর এই সিনেমা ইতিমধ্যেই ৩০ দিন অতিক্রম করেছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে এই ছবি  । ছবির পরিচালক অভিরুপ ঘোষ, গল্পকার দেবাশীষ দত্ত, সঙ্গীত পরিচালক  রাণা মজুমদার ও নিরুপম দত্ত, গানের কথা লিখেছেন মুরলী ধর, অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জী, ঋত্বিক চক্রবর্তী , সৌরভ দাস,অণ্যনা ভট্টাচার্য, রেজওয়ান রাব্বানী শেখ, প্রিয়াঙ্কা সরকার , সুস্মিতা চ্যাটার্জী আরো অনেকে। অভিরুপ ঘোষ  পরিচালিত দেবাশীষ দত্তের গল্পের উপর ভিক্তিতে এই ছবি তৈরি হয়েছে । গান গেয়েছেন সুনিধি চৌহানের মত গায়িকেরা।গান লিখেছেন দেবাশীষ দত্ত এবং মুরলীধর শর্মা। এই ছবির গল্পকার দেবাশীষ দত্ত  কলকাতা পুলিশের একজন দুঁদে পুলিশ অফিসার। বর্তমানে তিনি মানিকতলা থানার ওসি পদে রয়েছেন। এছাড়া এই সিনেমার আরেক গীতিকার মুরলীধর শর্মা একজন আইপিএস। টানটান উত্তেজনায় রয়েছে ক্রাইম থ্রিলার এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *