আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এন্থে পরীক্ষা।
আড়াইশো কোটি টাকার স্কলারশিপ
শুরু হচ্ছে ইনভিকসাক্স এস টেস্ট
প্রতি বছরের মত এবছরও শুরু হচ্ছে আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট।আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড উদযাপন করছে 2025 ভবিষ্যতের সমস্যা সমাধান কারীদের তৈরি করতে সহায়তা করবে এই পরীক্ষা।ক্লাস ৫ থেকে ১২-র ছাত্রছাত্রীদের জন্য ১০০% পর্যন্ত স্কলারশিপ (মোট ₹২৫০ কোটি টাকা) আর ক্যাশ অ্যাওয়ার্ড (₹২.৫ কোটি টাকা) ঘোষণা করা হয়েছে।AESL নিয়ে এসেছে আকাশ ইনভিক্টাস অ্যাস টেস্ট, স্কলারশিপ ও ইনভিক্টাসে ভর্তি হওয়ার সুযোগের জন্য। এন্থে পরীক্ষা ২০২৫ সালের ৪ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইন মোডে অনুষ্ঠিত হবে। এন্থে 2025-এর রেজিস্ট্রেশন এখন শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা অনলাইনে https://anthe.aakash.ac.in/home এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারে, বা কাছের আকাশ সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। পরীক্ষা ফি অনলাইন ও অফলাইন—দুই মডের জন্যই ₹৩০০। আগেভাগে আবেদন করলে ৫০% ছাড় পাওয়া যাবে। অনলাইন পরীক্ষার জন্য নির্ধারিত পরীক্ষার তারিখের ৩ দিন আগেই ফর্ম সাবমিট করতে হবে।