বেকারি শিল্পের পাশে থাকতে চায় ভারত চেম্বার

Spread the love

বেকারি শিল্পের পাশে থাকতে চায় ভারত চেম্বার

সাজাহান সিরাজ :: বেকারি শিল্পে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা থাকলেও কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং রাজ্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এই শিল্প আজ কঠিন সমস্যায় দীর্ণ। বড় বড় শিল্পপতিদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দরাজ ভূমিকা থাকলেও, বেকারি শিল্পের সঙ্গে যুক্ত ছোট ছোট মালিকদের কোন সুযোগ সুবিধা দিচ্ছে না সরকার। তাঁর উপর জিএসটি-র বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তাদের মাথায়। ফলে এই ব্যবসা থেকে অনেকেই দূরে সরে যাচ্ছেন। রাজ্য সরকারের এব্যাপারে বেকারি শিল্পের সঙ্গে যুক্তদের পাশে থাকতে এগিয়ে আসা উচিত ছিল কিন্তু সে সৌজন্য দেখায়নি সরকার। ফলে এই ক্ষুদ্র শিল্প আজ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।
করোনা অতিমারির পর থেকে এই শিল্প কঠিন সমস্যায় দিন কাটাচ্ছে।
কলকাতা আন্তর্জাতিক ফুডটেক মেলায় পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশনের ২৫ তম সম্মেলনে এই খেদোক্তি উঠে আসে রবিবার।
অনুষ্ঠানে ভারত চেম্বার অফ কমার্সের সহ সম্পাদক রুদ্রানী মিত্র বেকারি শিল্পের সঙ্গে যৌথভাবে কাজ করতে পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই ক্ষুদ্র শিল্পকে বাঁচিয়ে রেখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সঙ্গে ভারত চেম্বার অব কমার্স আলোচনা করতে আগ্রহী।
অনুষ্ঠানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা রাজ্যের সঙ্খালঘু উন্নয়ন কমিশনের চেয়ারম্যান ইমরান হাসান বলেন, বেকারি শিল্পের উন্নয়ন নিয়ে এবং সমস্যা দূর করতে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাওড়া চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান শঙ্কর কুমার সান্যাল, হাওড়া বার কাউন্সিলের সভাপতি সমীর বসু রায় চৌধুরী, সংগঠনের সিইও আরিফুল ইসলাম, সম্পাদক নূর হোসেন মল্লিক, সহ সভাপতি সেখ আবু জাফর ও আব্দুল মোতালেব (মতি), অনিমেষ জানা, অমিতাভ জানা প্রমুখ উপস্থিত ছিলেন। আরিফুল ইসলাম বলেন, সংগঠনের প্রতি দায়বদ্ধতা না থাকলে সংগঠন ধরে রাখা কঠিন হয়। বেকারি শিল্পের সমস্যা সমাধানে নিজেদের একজোড়া হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *