ভাতারের আমারুনে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত হয়ে গেল এক মহিলার দেহ, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার একটার সময় ঘটনাস্থলে জিআরপি।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের আমারুন স্টেশনের কাছে এক মহিলা ট্রেনের ধাক্কায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল।
ওই মহিলার নাম শুভমকরি সাঁতরা, বয়স ষাট বছর, বাড়ি আমারুন গ্রামে।
তবে কি কারনে এই ঘটনা ঘটলো তা তদন্ত করছে রেল পুলিশ।
রেল পুলিশ তার মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে নিয়ে গেছে বর্ধমানে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।