বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান জঙ্গলমহলের সারেঙ্গায়।
সাধন মন্ডল বাঁকুড়া:—বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের সূচনা হলো । ঝাড়গ্রাম জেলায়। যার সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলার ও ব্লক পর্যায়ে অনুষ্ঠানগুলিও সূচনা হয়ে গেল। জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের সারেঙ্গা পঞ্চায়েত সমিতির অডিতরিয়ামে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সাথে ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক তমাল কান্তি সরকার সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র তৃণমূল নেতৃত্ব ধীরেন্দ্রনাথ ঘোষ শেখর রাউত, সুভাষ মাইতি অজিত দাস ধীবর , শান্তি সরেন, দিব্যেন্দু ষন্নিগাহী, শ্যামল টুডু এছাড়া বিভিন্ন পারাগনার পীর বাবারা প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে মিশন মাঠের পাশে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত দর্শক অতিথিদের দেখানো হয়। সারেঙ্গা অনুষ্ঠানে মোট পাঁচটি ব্লকের আদিবাসীরা অংশগ্রহণ করেছিল রাইপুর, সারেঙ্গা, কোতুলপুর, সোনামুখী , পাত্রসায়ের, জয়পুর ব্লক। এদিনের অনুষ্ঠান
মঞ্চে বেশ কয়েকজন উপভোক্তাকে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য সবুজ সাথী রসাইকেল, জাতীগত শংসাপত্র, ধামসা মাদল, প্রাণী পালনের জন্য হাঁস মুরগির বাচ্চা ও মৎস্য, জয় জোহার প্রভৃতি।অনুষ্ঠানে বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু।অনুষ্ঠান চলবে আগামী 10 ই আগস্ট পর্যন্ত। অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েকটি স্টল রয়েছে অডিটোরিয়াম হলের মধ্যে।