দীর্ঘ তিন বছর পর আবারো রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেল ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা কে।
রাখি বন্ধন অনুষ্ঠানে তিনি কর্মীদের সঙ্গে পা মেলালেন ভাতার বাজারে কর্মসূচি চলল শনিবার দশটা দশ পর্যন্ত।
ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা কে দলীয় কর্মসূচিতে দেখা গেল তিন বছর পর।
তিনি আজ রাখি বন্ধন অনুষ্ঠানে পা মেলালেন সাধারণ কর্মীদের সঙ্গে ভাতার বাজারে।
তবে এই কর্মসূচিতে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী কে দেখা গেল না।
তবে এ বিষয়ে কোনো কথা বলেননি প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা।
তিনি এটুকু বলেন আজকের এই ভ্রাতৃত্ব বন্ধন অনুষ্ঠানে আমরা সকলে এক হয়ে শান্তির বার্তা দিচ্ছি।
আমরা ভাতার থানায় গিয়ে পুলিশ বন্ধুদের হাতে রাখি পরিয়েছি।
পথ চলতি মানুষের হাটে রাখি পরিয়েছি আজকের এই কর্মসূচিতে।
তবে তিনি পুরাতন কর্মীদের দেখে ভাতার বাজারে বারবার হাত নাড়ান।
তবে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা দলের কর্মসূচিতে এলেও তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।