স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আদিবাসী দিবস পালন, রাজনগর ব্লক এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
৯ ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। সেই উপলক্ষে সরকারি বেসরকারি ভাবে দিনটি যথাযথ ভাবে পালনের খবর পাওয়া গেছে। সেরূপ বিএম জেড জার্মানি ও নেটজ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এবং ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় রাজনগর পঞ্চায়েতের বাবুপুর ও তাঁতীপাড়া পঞ্চায়েতের মানিকডিহি গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে আলোচনা সভায় আদিবাসীদের মৌলিক অধিকার রক্ষা, কুসংস্কার দূরিকরণ, বাল্যবিবাহ রোধ, শিক্ষা প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করা হয়।পাশাপাশি আদিবাসী নৃত্য,গান সহ নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। কচিকাঁচা সহ উপস্থিত সকলের চোখে মুখে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন পৃথক পৃথক ভাবে দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সনাতন হাঁসদা, বিপ্রনাথ মার্ডি, দেবিশ্বর হেমব্রম, সর্বেশ্বর হাঁসদা কালীরাম মুরমু,সংগঠনের কর্মী কাকন রুজ, গৌরাঙ্গ দাস, দেবব্রত চন্দ্র, চন্দ্রনাথ ঘোষ ,সুশান্ত পাল,পুজা দাস, পাপড়ি কাহাড়,চন্ডী চরন মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।