বিশ্ব আদিবাসী দিবসের দিনে তাদের উপর অত্যাচার ও দিনটি ছুটি ঘোষণার দাবিতে প্রতিবাদ সভা, বাঁকুড়ায়

Spread the love

বিশ্ব আদিবাসী দিবসের দিনে তাদের উপর অত্যাচার ও দিনটি ছুটি ঘোষণার দাবিতে প্রতিবাদ সভা, বাঁকুড়ায়

নিজস্ব প্রতিবেদক বাঁকুড়া
৯ ই আগষ্ট বিশ্ব আদিবাসী দিবস পাশাপাশি এদিন পালিত হয় সম্প্রীতির উৎসব রাখি উৎসব।এদিন আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ এবং সি,পি,আই,(এম- এল) লিবারেশন যৌথ ভাবে এক প্রতিবাদ সভার আয়োজন করে বাঁকুড়া শহরের মাচান তলায়। সভায় বক্তব্য রাখেন রাম নিবাস বাস্কে, সোমনাথ বাস্কে, রবি মুর্মু আদিত্য ধবল,ছাত্র নেতা আয়ুস মন্ডল,সিপিআইএম এল লিবারেশন দলের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জী প্রমুখ। বক্তারা বলেন ছত্রিশগড়ে অপারেশন কাগারের নামে আদিবাসীদের হত্যা করা হচ্ছে। তাদের জল-জঙ্গল জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এর উপর কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা দেশ জুড়ে নোট বন্দীর মতো ভোট বন্দি করে মহিলা সহ গরীব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে যা সংবিধানের সার্বজনীন ভোটাধিকারের বিরুদ্ধে যায়। ইতিমধ্যেই যা বিহারে শুরু হয়ে গেছে। এখানে জীবন্ত বহু মানুষকে মৃত বলে দেখিয়ে দেওয়া হয়েছে। তাই আজ সারা দেশে আওয়াজ তুলতে হবে ভোট চোর- গদি ছোড়। অপরদিকে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বাংলায় ১০০ দিনের কাজ চালু করলো না। বাংলার বাইরে কাজে গেলে বাংলাদেশী বলে তাদের উপর নামিয়ে আনছে নির্মম অত্যাচার। বাংলা -বাঙালিদের উপর বিজেপির এই বঞ্চনার বিরুদ্ধে রাখি উৎসব কে মনে রেখে সকলকে এক হতে হবে। এই বিষয়ে মানুষ কে সচেতন করতে ১-১৫ ই আগষ্ট পর্যন্ত পক্ষ কাল ব্যাপি জেলা জুড়ে সিপিআইএম এল লিবারেশন কর্মসূচি গ্রহণ করেছে।আজ বিশ্ব আদিবাসী দিবসে আওয়াজ তুলতে হবে ৯ আগষ্ট কে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করো। আদিবাসীদের জন্য অলচিকিতে লেখাপড়ার ব্যবস্থা করো এবং এটা আদিবাসী দের জন্য সংরক্ষিত করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *