কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী শিয়ালদহ–রানাঘাটের মধ্যে এসি ইএমইউ ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন
কলকাতা, ১০ আগস্ট, ২০২৫
কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী, শ্রী সুকান্ত মজুমদার এবং মাননীয় কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী, শ্রী শান্তনু ঠাকুর আজ সকালে শিয়ালদহ স্টেশন থেকে শিয়ালদহ–রানাঘাট এসি ইএমইউ ট্রেন পরিষেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বরিষ্ঠ আধিকারিকগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মজুমদার রেলওয়ে নেটওয়ার্ককে দেশের মেরুদণ্ডের সঙ্গে তুলনা করেন এবং রেলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রেল বাজেট বর্তমানে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছ এবং এ রাজ্যে বর্তমানে ৪২টি রেল প্রকল্পের কাজ রয়েছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের ২,০০০টি রেলস্টেশন এখন সৌরশক্তি দ্বারা চালিত হচ্ছে, যা ভারত সরকারের বিকশিত ভারত@২০৪৭–এর স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শ্রী ঠাকুর বলেন, নতুন বাতানুকূল লোকাল ট্রেন দৈনিক যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে যা ভারতীয় রেলের উন্নয়নে মোদি সরকারের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।
নতুন চালু হওয়া রেকটি শিয়ালদহ–রানাঘাট শাখায় চলবে। রেলের আধিকারিকরা জানান, বেশি যাত্রীসংখ্যা এবং শহরতলির প্রধান কেন্দ্রগুলির সঙ্গে সংযোগ থাকার কারণে এই শাখাটি বেছে নেওয়া হয়েছে। এই ১২-কোচের ইএমইউ–তে মোট ১,১২৮টি আসনের ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি কোচ ৩০ টন ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত ইউনিট দ্বারা সুসজ্জিত। এতে যাত্রীদের সুরক্ষা ও আরামের জন্য ১০০% সিসিটিভি নজরদারি, জরুরি টক-ব্যাক ইউনিট, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড, অগ্নিনির্বাপক যন্ত্র এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)–এর নিরাপত্তাকর্মীরা থাকবে। প্রতিটি কোচে একজন টিকিট পরীক্ষক থাকবেন। কোচগুলিতে স্বয়ংক্রিয় দরজা থাকবে এবং ট্রেনটি সর্বোচ্চ ১১০ কিমি/ঘণ্টা গতিতে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।
পরিষেবার নির্ধারিত সময়সূচি:
ডাউন পরিষেবা: রানাঘাট থেকে সকাল ৮:২৯–এ ছাড়বে, শিয়ালদহ পৌঁছাবে সকাল ১০:১০–এ।
আপ পরিষেবা: শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৫০–এ ছাড়বে, রানাঘাট পৌঁছাবে রাত ৮:৩২–এ।
ট্রেনটি দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ স্টেশনে থামবে।
এসি ইএমইউ পরিষেবার ভাড়া ₹৩৫ (সর্বনিম্ন) থেকে ₹১২০ (সর্বোচ্চ) পর্যন্ত হবে। মাসিক সিজন টিকিট ₹৬২০ থেকে ₹২,৪৩০–এর মধ্যে পাওয়া যাবে, যা নিয়মিত যাত্রীদের জন্য সাশ্রয়ী ভ্রমণের সুযোগ করে দেবে | ছবি সুবল সাহা