একদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা
সেখ সামসুদ্দিন, ১০ আগস্টঃ আজিজ রহমান সেখ ও মিজানুর রহমান সেখ স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি একদিন ব্যাপি নক্ আউট ফুটবল প্রতিযোগিতা করা হয় শরণ্যা মোড়ে বাম ফুটবল ময়দানে। বাম আমরা সবাই সংঘের পরিচালনায় ১৬টি দল অংশগ্রহণ করে। শরণ্যা হাসপাতালের টিম হার্টবিট খুব ভাল খেললেও ট্রাইব্রেকারে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। ফাইনালে হ্যাপিস্টার ৩-১ গোলে ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন এবং রানার্স হয় অনাময় হাসপাতাল। ম্যান অব দ্য ম্যাচ হ্যাপিস্টারের পিকলু সরেন। চ্যাম্পিয়ন টিমকে ষাট হাজার এক টাকা সহ ফেরৎযোগ্য ট্রফি রানার্স টিমকে চল্লিশ হাজার এক টাকা সহ ফেরৎযোগ্য ট্রফি দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত সদস্য আজাদ রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।