উত্তম কুমারের স্মৃতির উদ্দেশ্যে ঐতিহ্যের প্রাঙ্গণে মহতী উদ্যোগ :-

Spread the love

উত্তম কুমারের স্মৃতির উদ্দেশ্যে ঐতিহ্যের প্রাঙ্গণে মহতী উদ্যোগ :-

পারিজাত মোল্লা,

টালিগঞ্জের শিল্পজগতের প্রাণকেন্দ্র, ঐতিহ্যবাহী ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (EIMPA)-এর প্রাঙ্গণ আজ পরিণত হয়েছিল এক অনন্য সামাজিক উদ্যোগের সাক্ষীস্থলে। সভাপতি পিয়া সেনগুপ্তর নেতৃত্বে এবং ডিস্ট্রিবিউটার সেকশনের চেয়ারম্যান সরোজ মুখার্জির তত্ত্বাবধানে, ১০ আগস্ট ২০২৫, রবিবার দুপুরে মহানায়ক উত্তম কুমার-এর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয় এক মহতী রক্তদান শিবির। এটি ছিল ইম্পার ধারাবাহিক নবম প্রচেষ্টা।

শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে ইম্পার সমস্ত অফিসিয়াল স্টাফ— সকলের উপস্থিতিতে প্রাঙ্গণ ভরে উঠেছিল এক উজ্জ্বল মানবিক আবেগে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট কমিশনার অনুপম হালদার, প্রযোজক সেকশনের চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য, প্রযোজক-পরিচালক ও অভিনেত্রী শিউলি রমনী সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট গুণীজনেরা।

শিবিরে প্রথম রক্তদাতা হিসেবে এগিয়ে আসেন প্রযোজক-পরিচালক শুভম দাস। সেদিন মোট ৮৫ জন রক্তদাতা তাঁদের অমূল্য রক্ত দান করেন, যার মধ্যে ছিলেন ইম্পার সদস্য এবং বহিরাগত সমাজসেবীরা।
এই সফল আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারাপদ মন্ডল, নাড়ুগোপাল মণ্ডল, অনুসূয়া সামন্ত, দেবরাজ ব্যানার্জি, সৌরভ কর, জয়ন্ত উপাধ্যায়, প্রিয়াঙ্কা হালদার, পামেলা, সোমশুভ্র, দুর্জয় মন্ডল, পারমিতা মুন্সি, শ্রাবন্তী, কাজরি মোদক, ঝুমা প্রমুখ।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গ্রীষ্মকালে রক্তের চাহিদা যেমন বৃদ্ধি পায়, তেমনি রক্তদাতার সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পায়। এমন পরিস্থিতিতে শহর ও গ্রামাঞ্চল জুড়ে নিয়মিত রক্তদান শিবির আয়োজন মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এবং জরুরি মুহূর্তে রক্তের প্রাপ্যতা নিশ্চিত করে।

অনুপম হালদার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন—
“রক্তদান মানুষের জীবনে সবচেয়ে পবিত্র ও মহৎ কাজ। উত্তম কুমারের মতো চিরস্মরণীয় শিল্পীর স্মৃতিতে এই শিবির আয়োজন নিঃসন্দেহে অনন্য উদাহরণ। আমি প্রত্যেক নাগরিককে আহ্বান জানাই, বছরে অন্তত দু’বার রক্তদান করুন, যাতে প্রয়োজনে একটি প্রাণ রক্ষা পায়। ইম্পার এই অসাধারণ উদ্যোগের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও গর্বিত।”

দিনের শেষ ভাগে প্রাঙ্গণে ভেসে বেড়াচ্ছিল এক অন্যরকম তৃপ্তি— কারণ সেদিন কেবল রক্ত নয়, দান করা হয়েছিল ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *