শুভেন্দুর মিটিং – মিছিলে অনুমতি চাওয়া মামলায় ‘বিরক্ত’ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার কলকাতা হাইকোর্টে আইনী ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সভার জন্য মামলা দায়েরের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট । ‘শহরে মিছিল-মিটিঙের অনুমতির জন্য ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করুন। সিঙ্গেল বেঞ্চ এই সংক্রান্ত মামলা আর শুনবে না।’ এদিন এই মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার থেকে মিছিল মিটিং করতে অনুমতির জন্য জনস্বার্থ মামলা করুন। কলকাতা-সহ রাজ্যজুড়ে মিছিল মিটিং-র জন্য অনুমতি চেয়ে মামলা দায়ের হওয়ায় বিরক্তি প্রকাশ করে এমন কথাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেছেন, এবার থেকে মিছিল মিটিং করতে চাইলে অনুমতির জন্য জনস্বার্থ মামলা করুন।ডিভিশন বেঞ্চে যাওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি বলেছেন, -‘এই বিষয়ে অনুমতির মামলা একক বেঞ্চ শুনবে না’।জানা গিয়েছে, তারাতলা এলাকায় একটি জনসভা করার জন্য অনুমতি প্রয়োজন। জনসভা করার জন্য মামলা দায়েরের অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দুর আইনজীবী । এই জনসভায় শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু সেই মামলা দায়ের করার অনুমতি দেয়নি হাইকোর্ট। এই প্রসঙ্গে বিচারপতি বলেছেন, -‘রাজ্যে মিছিল মিটিং নিয়ে কোনও অনুমতির দরকার হলে এবার থেকে দায়ের হোক জনস্বার্থ মামলা’।উল্লেখ্য, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা বা মিছিল করার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা এর আগেও দায়ের হয়েছে। অসংখ্যবার মামলা করেছেন শুভেন্দু অধিকারী। একাধিক ক্ষেত্রে মিছিল করার অনুমতি মিলেছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কিছু মিছিলে বাধা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। চলতি বছরের মার্চ মাসে হলদিয়ায় শুভেন্দু অধিকারীকে মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার কলকাতায় একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে হাজির থাকার কথা রয়েছে শুভেন্দুর। সভাটি করার জন্য মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। অবশেষে সেই মামলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।