স্বাস্থ্যকর্মীদের নিয়ে রক্তদান ও হাসপাতাল পরিদর্শন
সেখ সামসুদ্দিন, ১৩ আগস্টঃ ব্লাড ব্যাঙ্কে রক্ত ঘাটতি মেটাতে মেমারি গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিয়ে রক্তদান শিবির করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সিএমওএইচ ডাঃ জয়রাম হেমরম, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেয়াদি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বসন্ত রুইদাস, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ আব্দুল হাকিম, মেমারি ১ বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে আসেন মেমারির সিআই বিশ্বজিৎ মণ্ডল। অতিথি বর্গ রক্তদাতাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে উৎসাহিত করেন। পরে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। সিএমওএইচ মেমারি গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল করতে যে সমস্ত প্রক্রিয়া ও বাধাগুলো আছে তা মিডিয়ার সামনে তুলে ধরে বলেন বিধায়ক সহ সকলের প্রচেষ্টায় চলছে স্টেট জেনারেল হাসপাতালে উন্নিত করার প্রক্রিয়া।