স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা পুলিশের বিশেষ অভিযান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রাত পোহালেই দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হবে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব থেকে শুরু করে পঞ্চায়েত,থানা, ব্লক, আদালত সহ বিভিন্ন স্তরে। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা অর্জন করে । সেই থেকে দিনটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। গুরুত্বপূর্ণ দিনটির প্রাক্কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা নাশকতা মূলক কাজকর্ম এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে সর্বত্র শুরু হয়েছে বিশেষ অভিযান। সেরূপ ১৪ ই আগস্ট বৃহস্পতিবার খয়রাসোল থানার পুলিশ ও পূর্ব রেলওয়ে পুলিশের যৌথ উদ্যোগে স্থানীয় থানার অধীনস্থ পাঁচড়া থেকে ভীমগড় অজয় নদীর উপর রেললাইন ধরে চলে বিশেষ অভিযান। উল্লেখ্য ইতিপূর্বে এলাকায় মাওবাদীদের হাতে মোবাইল টাওয়ারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার ইতিহাস রয়েছে। জেলা জুড়ে নাকা চেকিং সহ পুলিশি নজরদারি বাড়িয়ে তোলা হয়েছে। এদিন অভিযানে উপস্থিত ছিলেন খয়রাসোল থানার এএসআই মহম্মদ জাকির হোসেন ও বিষ্ণুপদ পোদ্দার ও জিআরপি সিউড়ি শাখার এএসআই সহ অন্যান্য পুলিশ কর্মীগণ।