বিদেশের মাটিতেও বাংলার জয় জয় কার ।
সুদূর শ্রীলংকার কলম্বোই আয়োজিত ৯ম তম South Asian karate championship 2025 এর আসরে সফলতা অর্জন করেছেন বাংলা তথা হাওড়ার ছেলে মনোরঞ্জন দাস। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। এশিয়ান ক্যারাটে ফেডারেশন এর আয়োজিত সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এর নবমতম আসরে kata judge-B ও kumite judge-B পরীক্ষায় অংশ গ্রহণ করে ছিলেন হাওড়া ছেলে মনোরঞ্জন। হাওড়া জেলার মধ্যে তিনিই প্রথম এই পরিক্ষায় সফল হয়েছেন। ভবিষ্যতে তার ইচ্ছা ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন এর রেফারি হওয়া।
কঠোর পরিশ্রম ও কঠিন অধ্যাবসার মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করতে পেরেছেন। তিনি অবশ্য এই সিফল্যের কৃতিত্ব একা নিতে নারাজ। তার এই সাফল্যের শ্রেয় তিনি দিচ্ছে তার শিক্ষা গুরু, প্রশিক্ষণ এবং সহকর্মীদের। তার কথায় ‘ কঠিন এই পরীক্ষায় খুব কম জনই সফল হতে পারে, বিভিন্ন দেশ থেকে অনেকেই অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে মাত্র চল্লিশ শতাংশ সফল হতে পেরেছেন, তবে ভারতবর্ষের অবস্থান এবারে ভালো মোট ১৮ জন এই পরীক্ষায় সফল হয়েছে।’
বর্তমানে তিনি ‘সিকোকাই ক্যারাটে এসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল’ এর সঙ্গে যুক্ত রয়েছেন। এই অর্গানাইজেশন থেকে আরও দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে একজন আন্ডার ১৪ এয়ার সব জুনিয়র ইভেন্টে গোল্ড মেডেল অর্জন করেছে। এবং দ্বিতীয় জন তিনটি ইভেন্ট জেতার পর চতুর্থ ইভেন্টে ভূটানের এক প্রতিযোগির কাছে হেরে যায়। তবে পরবর্তীকালে এই প্রতিযোগি ও বিজয়ী হবে, এমনটাই আশা করছেন মনোরঞ্জন।
হাওড়ার ছেলে মনোরঞ্জন দাস সিকোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ব্লাক বেল্ট এবং ওই সংস্থার রাজ্যের জয়েন সেক্রেটারি।