জন্মাষ্টমী ও নন্দ উৎসব উদযাপন সারেঙ্গার সিদি গ্রামে।
সাধন মন্ডল বাঁকুড়া:–সারেঙ্গা ব্লকের যাদব সমাজের উদ্যোগে সারেঙ্গা ব্লকের চিলতোড় পঞ্চায়েতের সিদি গ্রামে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব ও নন্দ উৎসব। আজ সিদি আটচালা থেকে নন্দ রাজা সেজে ও কৃষ্ণ রাধিকা সহ নানান সাজে সেজে এলাকাবাসী ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ নিয়ে গ্রাম পরিক্রমা করেন। সিদি ও চিলতোড় গ্রাম ঘুরে তারা আবার মন্দিরে ফিরে আসে। গ্রামবাসী তথা উদ্যোক্তাদের পক্ষ থেকে রঞ্জিত গরাই যাদব , নিতাই ঘোষ, মথুর গরাইরা বলেন আমরা কয়েক বছর ধরেই এই উৎসব পালন করে আসছি এবারও তার ব্যতিক্রম হয়নি আজ নন্দ উৎসব উপলক্ষে বেশ কিছু মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্বজিৎ বাঙ্গাল, পার্থ ঘোষ রা বলেন দক্ষিণ বাঁকুড়ার প্রায় প্রতিটি গ্রামেই গোয়ালারা এই উৎসব ধুমধামেরসঙ্গে পালন করে আসছে।