আরজিকর হাসপাতালে ঘটনাস্থল পরিদর্শন মামলা ছাড়লেন বিচারপতি
মোল্লা জসিমউদ্দিন,
আরজিকর কান্ডে নয়া মোড়। এবার আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাস্থল পরিদর্শন মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন তিনি।আরজিকর হাসপাতালের যেখানে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে সেই ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। ইতিপূর্বে এই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। সম্প্রতি শিয়ালদহ আদালত বাবা-মায়ের আবেদন খারিজ করে দেয়। সেই নিদের্শ চ্যালেঞ্জ করে পুনরায় কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা-মা। সোমবার সেই মামলাই ছেড়ে দিলেন তিনি।অভিযুক্ত সিভিক সঞ্জয় রায় এই শিয়ালদহ আদালতেই দোষী সাব্যস্ত হয়। নিম্ন আদালত তাকে আজীবন কারাবাসের নির্দেশও দিয়েছে। কিন্তু নির্যাতিতার বাবা-মা কেন ঘটনাস্থল পরিদর্শন করতে চান? তা নিয়ে প্রশ্ন তোলেন শিয়ালদহ আদালতের বিচারক। নির্যাতিতা পরিবারের আবেদন খারিজ করে দেওয়া হয়।এবার এই মামলা ছাড়লো বিচারপতি জয় সেনগুপ্তের এজলাস।