দুর্গাপূজার অনুদান নিয়ে জনস্বার্থ মামলা খারিজের আবেদন রাজ্যের

Spread the love

দুর্গাপূজার অনুদান নিয়ে জনস্বার্থ মামলা খারিজের আবেদন রাজ্যের

মোল্লা জসিমউদ্দিন, 

বুধবার কলকাতা হাইকোর্টে উঠে দুর্গাপূজার অনুদান নিয়ে মামলা। দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহণয্যোগতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জোর সওয়াল রাজ্যের। এই মামলা খারিজের আবেদন রাজ্যের অ্যাডভোকেড জেনারেল কিশোর দত্তের। এজি জানিয়েছেন , -‘ প্রতিবারই জনস্বার্থ মামলা হয়। পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা ও জনগণের কথা মনে থাকে না।মামলা খারিজ করা হোক’। বুধবার  কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলাটি ওঠে। সেখানে রাজ্য দাবি করে, -‘প্রতি বছর দুর্গাপুজো আসে। পুজো কমিটিগুলোর কথা ভেবে মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী অনুদানের কথা ঘোষণা করেন। তারপর প্রতিবছরই জনস্বার্থ মামলা হয়’। এজি কিশোর দত্ত আরও বলেন, -‘পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা ও জনগণের কথা মনে থাকে না’। অপরদিকে, মামলাকারীর আইনজীবী জানান, -‘সরকারি কোষাগারের টাকা এই ভাবে পুজোর নামে দান করা যায় না। বছর বছর এই অনুদানের পরিমাণ বাড়ছে। অথচ সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না’।  হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে পুলিশের মাধ্যমে যাবতীয় খরচার হিসেব নেওয়ার নির্দেশ দিয়েছিল। বাস্তবে অনুদান বাবদ টাকা দেওয়া হলেও তার কোনও হিসেব কার্যত রাখা হয় না। উল্টে প্রতি বছর অনুদানের পরিমাণ বাড়ছে।” আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।উল্লেখ্য, ২০১৮ সাল থেকে শুরু হয় অনুদান পর্ব। শুরুর বছর থেকেই এই অনুদান দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ে সরকার। প্রশ্ন ওঠে কেন সরকার টাকা দেবে? তবে সেই সব তর্ক-বিতর্ক পিছনে রেখেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক। চলতি বছর ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছে রাজ্য সরকার।আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *