আমিরুল ইসলাম
ধারাবাহিক আন্দোলনের জয়।
কাটোয়া বর্ধমান রেলপথে ট্রেন বৃদ্ধি।
আন্দোলনে অংশগ্রহণ ও সহযোগিতাকারী সাধারণ মানুষ, সকল নিত্যযাত্রী,রেল হকার সহ সমস্ত ট্রেন যাত্রীদের অভিনন্দন জানিয়ে বাম ছাত্র যুবদের পথসভা বলগোনায়।
কর্মসূচি চলল বুধবার ছটা পর্যন্ত।
বর্ধমান কাটোয়া রেল শাখায় একজোড়া ট্রেন সংখ্যা বৃদ্ধি হয়েছে।
ঘোষণা করেছে রেল দপ্তর।
আগামী ২২ তারিখ থেকে সেই ট্রেন চলবে।
আর এই ট্রেন সংখ্যা বৃদ্ধি হয়েছে বাম সংগঠনদের আন্দোলনের ফলে দাবি বামেদের ছাত্র যুব সংগঠনের।
বুধবার ২০ আগষ্ট বলগোনা রেল স্টেশনে DYFI- SFI এর পথ সভা অনুষ্ঠিত হলো ।
উপস্থিত ছিলেন জেলা ও ব্লক নেতৃত্ব।
ছাত্র যুবোর সদস্যরা তাদের পাশে যারা ছিলেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।