প্রকাশ্য দিবালোকে বুধবার গুসকরায় ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে পাকড়াও ২জন ছাগল চোর। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় এদিন আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গুসকরা শহরের আলুটিয়া এলাকায় একটি ছাগলকে বাইকে চাপিয়ে নিয়ে পালানোর অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই বাইকের পিছন পিছন তারা ধাওয়া করে। কিন্তু চোরেরা শহরের ভিতরের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। শহরের নিউটাউন এলাকায় তাদের বাইক আটকে ধরে ফেলেন স্থানীয়রা। তারা ওই দুই ছাগল চোরকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গুসকারায় ধৃত ২ ছাগল চোর
