বৃষ্টির মধ্যেই টানটান উত্তেজনায় চুড়ান্ত পর্যায়ের খেলা শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম প্রতি বছরের ন্যায় এবারও ৮ টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত ১০ই আগস্ট।বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় ৬২ তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ চুড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় সারদা ফুটবল ময়দানে বৃহস্পতিবার।
বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় ফুটবল খেলা দেখতে মগ্ন ক্রীড়া প্রেমিরা।বলা যেতেই পারে যে বর্তমানে যুব সমাজ খেলার মাঠ থেকে বহু যোজন দূরে সরে রয়েছে। পরিবর্তে ডিজিটাল যুগে যুব সমাজ মোবাইল এবং মাদকের নেশায় আশক্ত হয়ে পড়ছে। যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার এক প্রয়াশ বলা যায়। চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হতে হয় পশ্চিম বর্ধমান জেলার দুই দল যথাক্রমে জামুরিয়ার শ্যাম মেটালিক ফুটবল একাডেমি বনাম পাণ্ডবেশ্বরের যীশু ইলেভেন। বৃষ্টির মধ্যে টান টান উত্তেজনায় শেষ মুহূর্তে ১-০ গোলে জয়লাভ করে জামুরিয়ার শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। বিজয়ী দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা এবং বিজিত দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। তাছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট গোলকিপার ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য ১৯৬৩ সালে স্বামী ভুপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দের নামে এই খেলা শুরু করেছিলেন। ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করা এবং মানুষের মনে আনন্দ দিতেই এই খেলা আয়োজিত হয়ে আসছে।
এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সদস্য চিত্তরঞ্জন দাস মজুমদার, বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, জেলার সরকার আইনজীবী মলয় মুখার্জী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, বিশিষ্ট বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ, প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর সাগর কুন্ডু, শ্রীশ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তাঁর গুরুদেব ঠাকুর সত্যানন্দদেবের নামে এই শিল্ড টুর্নামেন্ট শুরু করেছিলেন। ৬২ বছর ধরেই এই ফুটবল প্রতিযোগিতা চলছে। জেলার বুকে এক অনন্য নজির।