ভুলে যাওয়া
বিদিশা চৌধুরী (কলকাতা)
আসলে কেউ কাউকে ভুলে যায়না।
আমরা নিজেকে জোর করে বোঝাই -যে ভুলে গেছি।
একটা ফোন নাম্বার মুছে ফেললেই কি
সব আবঝা হয়ে যায়?
সে থেকে যায় সেই চেনা সুরে,
থেকে যায় পরিচিত সেই গন্ধে।
কিছু পিছু টান থেকে ই যায়
সেই কথায়, যে কথা বলবো বলেও হয়নি বলা।
সেই ব্যস্ত ট্রেনে পাশে থাকে অনেকেই,
গন্তব্যে সবাই সরে যায়,
আবার নতুন মানুষ এসে সাথ দেয়।
আমরা নিত্যদিন এই চলে যাওয়াটা
অনুভব করি।
চেনা ছায়া কে দেখে সরে যাই
চেনা নাম চলে যায় ব্লক লিস্ট এ।
তবু অজান্তেই যদি চেনা সুর ভাসে,
সুরে থেকে যায় স্মৃতির মালা।
থাকতে পারলে কি এমন হতো?
হয়তো কিছু গল্প থাকতো,
থাকতো সেই পুরোনো গানের কলি,
মন পেতো এক শান্তির নীড়।
কিছু আবেগের ভিড়ে মুছে যায়,
গল্প গুলো আর পড়া হয়ে ওঠে না।
অপেক্ষা সুন্দর যদি ধারণ করতে পারি
প্রতীক্ষার অবসানে।।