TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘শুল্ক-সংঘাত’। ২৪ অগাস্ট ২০২৫। রবিবার রাত ১০ টায়।

Spread the love

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘শুল্ক-সংঘাত’। ২৪ অগাস্ট ২০২৫। রবিবার রাত ১০ টায়।

কলকাতা, ২৪ শে আগস্ট: প্রেসিডেন্টের কুর্সিতে বসেই ট্রাম্প শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। পারস্পরিক যুদ্ধের সেই বোঝা এবার চেপেছে ভারতের ওপরও। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দাঁড়িয়ে শুল্ক চালুর দিনক্ষণও ঘোষণা করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চিন, কানাডা, মেক্সিকোর সঙ্গে একই সারিতে বলেছিলেন ভারতের কথাও। ২রা এপ্রিল থেকেই চালু হয়েছে পারস্পরিক শুল্ক। পয়লা এপ্রিল না হয়ে কেন দোসরা এপ্রিল শুরু হয়েছিল এই শুল্ক তাও জানিয়েছিলেন ট্রাম্প। রসিকতার সুরে বলেছিলেন এপ্রিল ফুল দিনটি বাদ দিয়েই তিনি পারস্পরিক শুল্ক চালু করতে চান! ট্রাম্প একথা বললেও পারস্পরিক শুল্ক নীতি ইতিমধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে যথেষ্ট প্রভাব ফেলছে। ট্রাম্প যে এমনটা করবেন তা তিনি আগেই পরিস্কার করে দিয়েছিলেন। মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ঠিক আগেই পারস্পরিক শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন। খোঁচা দিয়ে বলেছিলেন আমেরিকার মিত্ররা প্রায়শই শত্রুর চেয়েও খারাপ। এসত্যি সে কথা হাড়েহাড়ে বাজছে ভারত! আগের ঘোষিত শুল্কের থেকে শুল্কের পরিমান দ্বিগুন করে দিয়েছেন ট্রাম্প। ২৭ আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক চাপছে। ভারত রাশিয়ার তেল কেনায় খাপ্পা ট্রাম্প অথচ তাঁর আমলেই বেড়েছে রুশ-মার্কিন বাণিজ্য! ভারতকে শাস্তি দিয়ে নিজের বিপদ ডাকছে আমেরিকা? আর কেনই বা আমেরিকা ‘সন্ত্রাসবাদী’ পাকিস্তানকে প্রশ্রয় দিচ্ছে তাও বলা মুশকিল! ট্রাম্পের হুমকির মুখে অনড় নয়াদিল্লি। কোন পদক্ষেপ করবে ভারত? পরিবর্তিত হবে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট? ট্রাম্পের খামখেয়ালির মাশুল গুনবে আমেরিকা? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘শুল্ক-সংঘাত’। ২৪ অগাস্ট ২০২৫। রবিবার রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *