পূর্ব বর্ধমানের ,মঙ্গলকোটে ট্রাক্টর-লরি সংঘর্ষ: আহত ৩, গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে, উদ্ধার চালক।।
আমিরুল ইসলাম,
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বকশিনগরে ট্রাক্টর ও লরির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর দীর্ঘ প্রচেষ্টার পর গ্যাস কাটার ব্যবহার করে লরির আটকে পড়া চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক্টর নতুনহাটের দিকে যাচ্ছিল এবং একই সময়ে একটি লরি বর্ধমানের দিকে আসছিল। নতুনহাটের কাছে বক্সিনগরে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টরটি তিন টুকরো হয়ে যায়। লরির খালাসি কোনোমতে বেরিয়ে আসতে পারলেও চালক স্টিয়ারিংয়ে আটকে যান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় গ্রামবাসীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় এবং গ্যাস কাটারের সাহায্যে লরির দরজা কেটে চালককে বের করা সম্ভব হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নতুনহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসীরা দ্রুত রাস্তায় স্পিডব্রেকার বসানোর দাবি জানিয়েছেন।