ট্যাক্স এডভোকেটস এ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ( ট্যাব) এর উদ্যোগে চন্দননগরের রবীন্দ্র ভবনে ২৩/৮/২৫ সারাদিন ব্যাপী একটি সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলিকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম , বিশেষ অতিথি ছিলেন কলিকাতা হাইকোর্ট এর বিচারপতি শ্রী তীর্থঙ্কর বসু, চন্দননগরের মেয়র শ্রী রাম চক্রবর্তী , সেন্ট্রাল জি এস টির কমিশনার বিক্রম প্রসাদ ওয়ানি। সভাপতি শ্রী সজ্জন কুমার তুলসিয়ান প্রারম্ভিক ভাষনে সকল অভ্যাগত অতিথিগনকে অভ্যর্থনা জানান।সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানান প্রায় ৪৫০ জন ডেলিগেট উপস্থিত ছিলেন এই সেমিনারে।শিক্ষামূলক তিনটি সেশনে এই সেমিনারে ইনকাম ট্যাক্স টি ডি এস , এ আই ও ইনকাম ট্যাক্স এবং জি এস টি র ট্রাইবুনালে মুড কোর্টে বিশিষ্ট জনেরা বক্তব্য পেশ করেন । শ্রী সত্য নারায়ন পাত্র, শ্রী অনিন্দ্য শীল যৌথ আহ্বায়ক সকলকে ধন্যবাদ জানান।
ট্যাবের সেমিনারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্যরা
