নিজস্ব প্রতিনিধি, কলকাতা (২৪ অগস্ট ‘২৫):- “প্রত্যেক মহিলারই শারীরিক ও মানসিক সৌন্দর্য্য সচেতনতার পাশাপাশি শারীরিক সুস্থতা তথা রোগ সচেতনতার উপরেও নজর রাখা প্রয়োজন,” বলে স্পষ্ট ভাষায় নিজের ব্যক্তিগত মতামত জানিয়ে গেলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি।
নিউটাউনের এক হোটেলে ‘জরায়ু মুখের ক্যান্সার’-এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইণ্ডি রয়েল’ আয়োজিত একাদশ ‘মিস মিসেস ইণ্ডিয়া ২০২৫’ নামাঙ্কিত এক সৌন্দর্য্য প্রতিযোগিতা-র চূড়ান্ত পর্বে বিজয়িনীদের পুরস্কার প্রদান করতে এসে শ্রাবন্তী এই কথা জানান।
সৌন্দর্য্য প্রতিযোগিতা-র আয়োজক সংস্থার পক্ষে প্রতিষ্ঠাতা রোলি ত্রিপাঠী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মিস, মিসেস, ক্লাসিক এবং গ্র্যাণ্ড ক্লাসিক নামের চারটে খেতাবের জন্য ১৮ থেকে ৬২ বছরের মোট ২০ জন মহিলা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছেন।”
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আগে একান্ত আলাপচারিতায় এই প্রতিযোগিতার অন্যতম বিচারক তথা সমাজকর্মী সৌম্যশেখর বোস বলেছেন, “আশা রাখব আজকের বিজয়িনীরা ভবিষ্যতে আরো বড়ো জায়গায় নিজেদের শ্রেষ্ঠত্ব আবারো প্রমাণ করতে পারবেন।”
অন্যদিকে ‘ইণ্ডি রয়েল’-এর পশ্চিমবঙ্গের নির্দেশক নিতু শা নিজের মতামত পেশ করতে গিয়ে জানিয়েছেন, “মহিলাদের বাহ্যিক গড়ন এবং শারীরিক সৌন্দর্য্য কখনোই একজন মহিলার সামগ্রিক সৌন্দর্য্যের নির্ণায়ক হতে পারে না, আমরা এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর মহিলাদের আন্তরিক সৌন্দর্য্য, বুদ্ধিমত্তা তথা ইচ্ছাশক্তিকেও মেলে ধরার সুযোগ করে দিই।”
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিনীদের মধ্যে বিভিন্ন বিভাগের বিজয়িনীদের পাশাপাশি আরো অনেককে ‘ইণ্ডি রয়েল’-এর হয়ে সম্মানিত করেন শ্রাবন্তী চ্যাটার্জি।