দেউলিয়া বাজারে আন্ডারপাস (VUP) নির্মাণের দাবীতে বিক্ষোভ সভা ও মিছিল।

Spread the love

দেউলিয়া বাজারে আন্ডারপাস (VUP) নির্মাণের দাবীতে বিক্ষোভ সভা ও মিছিল।

জুলফিকার আলি,

আজ দেউলিয়া বাজারে বোম্বে রোড (NH-16) এর উপর আন্ডারপাস (VUP) নির্মাণের দাবীতে বিক্ষোভ সভা এবং মিছিল করল ‘দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটি’।
কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারের উপর দিয়ে সাধারণ মানুষের নিরাপদে পারাপার করবার জন্য ‘জাতীয় সড়ক কর্তৃপক্ষ’ গত ২০১০ সালে আন্ডারপাশ (VUP) নির্মাণের অনুমোদন দিয়েছিল। কিন্তু কাজ না শুরু হওয়ায় ২০১৫ সাল থেকে ‘দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটি’র নেতৃত্বে আন্দোলন শুরু হয়। আন্দোলনের জেরে আন্ডারপাসের জন্য জমি অধিগ্রহণ, দু’পাশে সার্ভিস রোড তৈরি এবং বাজার স্থানান্তরিত করবার জন্য পানশিলায় স্থায়ীভাবে ছাউনী যুক্ত বাজার নির্মাণের কাজ প্রায় ৫ বছর আগে শেষ হয়েছে। কিন্তু আজো আন্ডারপাস নির্মাণ না হওয়ায় দুর্ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। হাজার হাজার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।
কমিটির পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা শাসক, জেলা পরিষদ সহ সমস্ত প্রশাসনিক দপ্তরে বহুবার জানানো হলেও কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এমতাবস্থায় বাধ্য হয়ে কমিটির পক্ষ থেকে আজ বোম্বে রোড অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয়। আন্দোলনের চাপে কোলাঘাট ব্লকের বিডিও গত ১৮ আগষ্ট জাতীয় সড়ক কর্তৃপক্ষ,পুলশিটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কমিটির উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক এবং ২০ আগষ্ট অতিরিক্ত জেলা শাসক (ভূমি), বি ডি ও, কমিটির উপস্থিতিতে অপর এক বৈঠক অনুষ্ঠিত হয়। অতঃপর কাজের অগ্রগতির বিষয় বি ডি ও কমিটিকে লিখিত ভাবে জানান। তারই পরিপ্রেক্ষিতে বোম্বে রোড অবরোধের কর্মসূচি পরিবর্তন করে বিক্ষোভ সভা ও মিছিল হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি তথা দেউলিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরহরি পাল, সম্পাদক আনন্দ হাণ্ডা, স্বদেশ দেবনাথ, দীপেন্দু শেখর বাগ, গ্রাম পঞ্চায়েত সদস্যা আল্পনা মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। তারপর এক দৃপ্ত মিছিল গোটা বাজার পরিক্রমা করে।
কমিটির সভাপতি বলেন আন্দোলনের চাপে প্রশাসনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু আগামী ২ মাসের মধ্যে আন্ডারপাস (VUP) নির্মাণের কাজ শুরু না হলে কমিটি পুনরায় বোম্বে রোড অবরোধ করতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *