উইলোউড কেমিক্যাল লিমিটেডের ছত্রানাশক এবং অ্যান্টিবায়োটিক টাফেক্স ৩৬৯ এর শুভ উদ্বোধন
সেখ রাজু,
উইলোউড কেমিক্যাল লিমিটেডের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের ভাতারে কৃষকদের কথা চিন্তা করে কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি তিন-এর শক্তি ছত্রানাশক এবং অ্যান্টিবায়োটিক টাফেক্স ৩৬৯ নতুন প্রোডাক্টের শুভ উদ্বোধন করলেন সিনিয়র জেনারেল ম্যানেজার, পূর্ব ভারত তথাগত সান্যাল ও ডেপুটি জোনাল ম্যানেজার, পশ্চিমবঙ্গ শান্তনু পন্ডা । সবুজ ও সতেজ গাছ, রোগমুক্ত ধান গাছ, চকচকে পুরিপুষ্ট ধান গাছের লক্ষ্যে উইলোউড কেমিক্যাল লিমিটেডের নতুন প্রোডাক্টে কৃষকদের আগ্রহী বাড়বে বলে দাবি করছেন উপস্থিত ব্যক্তিত্বরা । ধান চাষের শুরু থেকেই বিভিন্ন রোগ থেকে শুরু করে গাছের পরিপুষ্টতা এবং ফলন সম্পর্কিত নানান ধরনের সমস্যা লেগেই থাকে, সেই বিষয়ে সমাধানের বিভিন্ন পথ নির্দেশিকা । চাষের ক্ষেত্রে খরচের পরিমাণ কম করে লাভের পরিমাণ যাতে বৃদ্ধি পায় সে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি চাষযোগ্য জমির মাটির উর্বরতা বৃদ্ধিতে কি কি করণীয় সবিস্তারে তথ্যচিত্রের মাধ্যমে চাষীদের সামনে উপস্থাপন করা হয় । উইলোউড কেমিক্যাল লিমিটেডের অন্যতম এক্সোটিকা দানাদার কীটনাশক এবং ভ্যালেক্সট্রা খোলাপাচা ও গোড়াপচা ঔষধ ধান গাছের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকারিতা পাওয়া যায় । ভাতার সহ পার্শ্ববর্তী এলাকার চার শতাধিক কৃষকরা আজকের এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেন । প্রশ্ন-উত্তর পর্বে কৃষকরা নিজেদের সমস্যার কথা আয়োজকদের সবিস্তারে জানান এবং সমাধান বিষয় আলোচনা করেন উপস্থিত ব্যক্তিত্বরা ।