পুলিশ দিবসে থানায় পুলিশ কর্মীদের শুভেচ্ছা
সেখ সামসুদ্দিন, ১ সেপ্টেম্বরঃ আজ পুলিশ দিবস উপলক্ষে খাঁড়ো যুবক সংঘের ড্রিম একাডেমির পক্ষ থেকে থানায় পুলিশ অফিসার সহ কর্মীদের শুভেচ্ছা জানানো হয়। থানায় উপস্থিত ছিলেন ডিএসপি মিজানুর রহমান, ওসি প্রীতম বিশ্বাস সহ অন্যান্য অফিসার ও পুলিশ কর্মীবৃন্দ। সিআই সাহেব বাইরে থাকায় তার অফিসে পরে গিয়ে শুভেচ্ছা জানানো হয়। অফিসারদের পুষ্পস্তবক সহ মিষ্টির প্যাকেট দেওয়া হয়। অন্যান্য অফিসার সহ পুলিশ কর্মী ও সিভিকদের ঠান্ডা পানীয় ফুটির প্যাকেট দেওয়া হয়। পরে মেয়ারি চকদিঘি মোড়ে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিকদের হাতেও দুটি করে পানীয় প্যাকেট দেওয়া হয়। ড্রিম একাডেমির মনিপুরী ফুটবল খেলোয়াড়রা ও কোচ প্রমোদ ভট্টাচার্য্য এবং খাঁড়ো যুবক সংঘের কর্মকর্তা সেখ সবুর উদ্দিন সহ সম্পাদক, গেমস সেক্রেটারি থেকে এই পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানান। প্রমোদ ভট্টাচার্য্য বলেন পুলিশ বিভাগ যে সাধারণ নাগরিকের সুরক্ষায় ২৪ ঘন্টা ৩৬৫ দিন ঝড়, বৃষ্টি, রোদ,শীতকে মাথায় নিয়ে পরিষেবা দেন, আজ পুলিশ দিবসে তাদের কুর্নিশ জানাতে এই কর্মসূচি। ডিএসপি বলেন পুলিশ বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কথা। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সকালে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা করা হয় বলে জানান ডিএসপি মিজানুর রহমান।