আমিরুল ইসলাম,
ভাতারের কালুকতাক গ্রামের ১৭১ নম্বর আইসিডি সেন্টারে সাদা ভাত দেওয়ার অভিযোগ।
এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
সোমবার একটার টার সময় গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান এ বিষয়ে আমি ব্লক অফিসে অভিযোগ করেছি।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুকতাক গ্রামে সোমবার ১৭১ নম্বর আই,সি,ডি,এস সেন্টারে বাচ্চাদের কেবলমাত্র ভাত দিয়েছে কোন ডিম বা তরকারি দেয়নি এই অভিযোগে এলাকার মহিলারা ক্ষোভ দেখান সেন্টারের সামনে।
অভিভাবকরা আরও জানান যে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
পাশাপাশি সেন্টারের চতুর্দিকে আবর্জনায় ভরা, অস্বাস্থ্যকর পরিবেশ অবিলম্বে সেন্টারটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করুক এই দাবি তুলে স্থানীয়রা।
সেন্টারের কোন পাঁচিল নেই, তারও দাবি জানান স্থানীয়রা।
তবে এ বিষয়ে সেন্টারের হেল্পার জানান-‘ কোন তরকারি হয়নি কেবলমাত্র ভাতই দিয়েছি। এরকম ঘটনা খুব কম ঘটে’।
গ্রাম পঞ্চায়েতের সদস্য টিয়া আলম জানান,
বারবার অভিযোগ এসেছে আমার কাছে। আমি এ নিয়ে ব্লকে অভিযোগ করেছি।