মায়ের অপমানে প্রধানমন্ত্রীর চোখে অশ্রু
ছাত্রের আঁকা মায়ের ছবি দেখে আপ্লুত মোদীর শুভেচ্ছা
খায়রুল আনাম
নিজের রাজনৈতিক জীবনের পতন-উত্থানের মধ্যে দিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী। বিশ্ব রাজনীতিতে তাঁকে নিয়ে চর্চ্চাও কম হচ্ছে না। কিন্তু তিনি যতই ব্যস্ত থাকুন না কেন, মা হীরাবেনদেবীর সাথে যোগাযোগে তিনি কোনও খামতি কখনও রাখেননি। ভোটের সময় মায়ের আশীর্বাদ নিয়েই তিনি যেমন ভোট ময়দানে নেমেছেন তেমনি, মায়ের চরণ-স্পর্শ জল তিনি পানও করেছেন। আবার মায়ের শ্মশান যাত্রায় তাঁকে দেখা গিয়েছে শববাহক হিসেবে। সেই প্রয়াত মা হীরাবেনদেবীকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে ‘কুকথা’ উচ্চারণ নিয়ে সারা দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এনিয়ে বহু জায়গায় ‘তাণ্ডব’ও চলেছে। এরই মধ্যে উঠে এলো এক ভিন্ন চিত্র।
কিছুদিন আগেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সরকারী ও দলীয় কর্মসূচীতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সেখানেই প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয় বীরভূমের রাজনগরের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র সৌমজিৎ দত্তের আঁকা প্রধানমন্ত্রীর মা হীরাবেনদেবীর একটি ছবি। এর কিছুদিন পরেই প্রধানমন্ত্রীর দিল্লীর দপ্তর থেকে সৌমজিৎ দত্তের তাঁতিপাড়া বড় কালীতলা পাড়ার বাড়ীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় এবং তারপরই সৌমজিৎ দত্তের বাড়ীতে পৌঁছে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর শুভেচ্ছা-সম্মাননা মানপত্র। যাতে প্রধানমন্ত্রী সৌমজিৎ দত্ত যে মুন্সিয়ানায় তাঁর মায়ের ছবি ফুটিয়ে তুলেছেন৷ তাতে তিনি এই তরুণ প্রতিভাকে সম্মাননা এবং কুর্ণিশ জানিয়েছেন। আর স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বার্তা পেয়ে সৌমজিৎ ও তাঁর পরিবার যেমন গর্বিত তেমনি, এলাকার ছেলের এই কৃতিত্বকে শুভেচ্ছা জানিয়েছেন এলাকার মানুষজনও।