জঙ্গলমহলের রাইপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।
সাধন মন্ডল বাঁকুড়া:—-রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতায় সেনাবাহিনী কর্তৃক প্রতিবাদ মঞ্চ খুলে ফেলার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা। বক্তব্য রাখছেন রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত। তিনি বলেন বিজেপি আমাদের কণ্ঠ রোধ করতে চাইছে আমাদের প্রতিবাদকে বন্ধ করতে চাইছে পশ্চিমবঙ্গ কে হাতে মারার চক্রান্ত করেছে। আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত ্বে সারা রাজ্যে জুড়ে প্রতিবাদ মিছিল সংঘটিত হচ্ছে। এভাবে তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল করা যাবে না তৃণমূল কং গ্রেস কখনো মাথা নত করেনি । করবেও না । রাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দেব দুলে বলেন এন আর সি, বাংলা ভাষাভাষীদের অন্য রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। সেনাবাহিনী আমাদের গর্ব কিন্তু সেনাবাহিনীকে যেভাবে পরিচালনা করা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। রাইপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ চন্ডী লাহা বলেন ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এই বিজেপি জানেনা ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা কি ছিল বাংলার বীর শহীদরা বীর নায়করা না থাকলে ভারতের স্বাধীনতা পেতে আরো অনেকটা দূর যেতে হতো। আজকের মিছিলে উপস্থিত ছিলেন রায়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মূর্মু মহিলা নেত্রী সুলেখা মাহাতো সহ রাইপুর ব্লক এলাকার পঞ্চায়েত প্রধানগণ সদস্য সদস্যাবৃন্দ ও দলীয় কর্মীবৃন্দ।