জাতীয় ক্রীড়া দিবস গুসকারা কলেজে
নিজস্ব প্রতিনিধি,
হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে পালন করা হচ্ছে জাতীয় ক্রীড়াদিবস। এদিন শুক্রবার জাতীয় ক্রীড়াদিবসের দিন ক্যারাটে কর্মশালা হল গুসকরা মহাবিদ্যালয়ে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় স্তরের ক্যারাটে প্রশিক্ষক মনোরঞ্জন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কলেজের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায়, গুসকরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ দাসপ্রমুখ। সুদীপ বাবু জানিয়েছেন ,” আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য এই উদ্যোগ। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই ক্যারাটেতে উৎসাহী। সেজন্য ধারাবাহিকভাবে কলেজের মধ্যে এই প্রশিক্ষণ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণের শেষে সংশাপত্র দেওয়া হবে। যা চাকরির ক্ষেত্রেও কাজে লাগতে পারে।