শিক্ষায় সন্মান ২০২৫

Spread the love

শিক্ষায় সন্মান ২০২৫

পারিজাত মোল্লা,

লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট 322B2 আজ এক প্রখ্যাত ক্লাবে আয়োজন করছে শিক্ষা সম্মান পুরষ্কার ২০২৫। শিক্ষা, শিল্প, গবেষণা, প্রশাসন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হচ্ছে—যারা সমাজ গঠনের প্রকৃত দিশারী হয়ে উঠেছেন।

এই বছরের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:
ড. চন্দ্রাণী বিশ্বাস, প্রফেসর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, মানসী রায়চৌধুরী, শ্যাম থাপা, প্রফেসর ড. ভবতোষ বিশ্বাস, জয়া শীল ঘোষ,প্রফেসর ড. দীপা দুবে, ড. সোমব্রত রায়, প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী, প্রফেসর ড. সমাপিকা দাস বিশ্বাস, পণ্ডিত বিক্রম ঘোষ, ঊষশী সেনগুপ্ত, প্রফেসর ড. এন. কে. চক্রবর্তী এবং সুনীতা সেন। সংগীত, সাহিত্য, নৃত্য, ক্রীড়া, আইন, বিজ্ঞান, শিক্ষা ও প্রশাসনের মতো নানা ক্ষেত্রে এঁদের অবদান দৃষ্টান্তমূলক।

শিক্ষাকে জাতীয় নির্মাণের অন্যতম স্তম্ভ হিসেবে তুলে ধরতেই শিক্ষা সন্মান শুরু হয়েছিল। পূর্ববর্তী বছরে এই সম্মান পেয়েছেন ড. অচ্যুত সামন্ত, লেফটেন্যান্ট জেনারেল জমির উদ্দিন শাহ (অবসরপ্রাপ্ত), প্রফেসর পুনম সাক্সেনা, প্রফেসর চিন্তামণি মহাপাত্র এবং তনুশ্রী শঙ্কর।

“শিক্ষা শ্রেণীকক্ষের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি সম্ভাবনাকে জাগিয়ে তোলে এবং সমাজে স্থায়ী প্রভাব সৃষ্টি করে। শিক্ষা সন্মান হল সেই প্রেরণা, যা প্রজন্মকে অনুপ্রাণিত করে সমাজকে এগিয়ে নিয়ে যায়,” মন্তব্য করেন লায়ন স্বাতী গোস্বামী, ডিস্ট্রিক্ট গভর্নর, লায়নস ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট 322B2।

বিশ্বব্যাপী ২০০-রও বেশি দেশে ১৪ লক্ষাধিক সদস্য নিয়ে লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনাল এখনও শিক্ষা, নেতৃত্ব ও সেবার মিশনকে এগিয়ে নিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *