কলকাতা ম্যারাথনের আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হলো 

Spread the love

  কলকাতা ম্যারাথনের আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হলো 

মোল্লা জসিমউদ্দিন, 

শুক্রবার সন্ধেবেলায় কলকাতা ম্যারাথনের আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়। আগামী ৩০ নভেম্বর কলকাতার রেড রোডে শুরু হচ্ছে জয় বালাজি গ্রুপের এই মেগা ইভেন্ট। আয়োজকদের আশা, ১৫,০০০-এর বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন।একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে। এই ইভেন্ট থেকে যে অর্থ সংগৃহীত হবে, তা ভারতের প্যারা অ্যাথলিটদের জন্য ব্যবহার করা হবে। এই অ্যাথলিটরা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দিল্লীতে অনুষ্ঠিতব্য বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। এই উদ্যোগটি তাই দেশের প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য এক বড় অনুপ্রেরণা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় বালাজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য জাজোদিয়া, ভারতের প্যারালিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া এবং কলকাতা পুলিশের প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করা পাঁচজন প্যারা অ্যাথলিট। এঁদের মধ্যে রুদ্রাংশ খান্ডেলওয়াল, সুচিত্রা পারিদা, শ্রেয়াংশ ত্রিবেদী, রাকেশ ভাট এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু উল্লেখযোগ্য।এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ব্যবস্থা রাখা হয়েছে। এলিট ১০ কিমি, হাফ ম্যারাথন (২১.১ কিমি), ওপেন ১০ কিমি, ৫ কিমি ফিলস লাইক জয় রান, স্পেশ্যাল হিরোজ ৩ কিমি এবং কজপ্লে রান-সব ধরনের দৌড়প্রেমীদের কথা মাথায় রেখে এই বিভাগগুলো তৈরি করা হয়েছে।ইভেন্টের আয়োজক স্পোর্টিজের সিইও নিশান্ত মহেশ্বরী বলেন, -“এই ম্যারাথন শহরের সহনশীলতার প্রতীক এবং এটি একটি স্মরণীয় ইভেন্ট হতে চলেছে”। জয় বালাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোদিয়া জানান, -‘এই ইভেন্ট ফিট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে যুক্ত এবং এটি প্রমাণ করে যে ফিটনেস সবার জন্য”। প্যারালিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া আগামী আন্তজার্তিক প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য আসবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *