দ্য ডেন্টিক-এর ৬ বছর পূর্তি, নতুন যাত্রার শুরু লিনিয়া হেলথ ম্যানেজমেন্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে

Spread the love

দ্য ডেন্টিক-এর ৬ বছর পূর্তি, নতুন যাত্রার শুরু লিনিয়া হেলথ ম্যানেজমেন্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে

পারিজাত মোল্লা,

কলকাতা: কলকাতার অন্যতম বিশ্বস্ত ডেন্টাল ক্লিনিক দ্য ডেন্টিক আজ উদযাপন করছে তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ মাইলফলক একই সঙ্গে সূচনা করছে এক নতুন অধ্যায়ের, কারণ সম্প্রতি দ্য ডেন্টিক যুক্ত হয়েছে দ্রুতবর্ধনশীল হেলথকেয়ার ম্যানেজমেন্ট সংস্থা লিনিয়া হেলথ ম্যানেজমেন্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে।

গত ছয় বছরে দ্য ডেন্টিক অসংখ্য রোগীর আস্থা অর্জন করেছে উন্নত ডেন্টাল কেয়ার ও ব্যক্তিগত যত্নের মাধ্যমে। এখন লিনিয়ার সহায়তায় ক্লিনিকটি আরও এগিয়ে যাওয়ার পথে—আসছে আধুনিক প্রযুক্তি, নতুন পরিষেবা এবং আন্তর্জাতিক মানের যত্ন, সবকিছুর কেন্দ্রে থাকছে রোগীর আরাম ও স্বস্তি।

যা একসময় শুধুমাত্র একটি ডেন্টাল ক্লিনিক হিসেবে শুরু হয়েছিল, আজ তা নতুন রূপে এগিয়ে যাচ্ছে লিনিয়া হেলথ ম্যানেজমেন্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর একটি গর্বিত ইউনিট হিসেবে। একসঙ্গে, দ্য ডেন্টিক এবং লিনিয়া প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিনের সুস্থ সমাজ গড়ে তুলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *