‘শিক্ষক দিবস’ পালিত হলো গণপুর উচ্চ বিদ্যালয়ে

Spread the love

‘শিক্ষক দিবস’ পালিত হলো গণপুর উচ্চ বিদ্যালয়ে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গণপুর, পূর্ব বর্ধমান -:

  ৫ ই সেপ্টেম্বর 'শিক্ষক দিবস' হিসাবে নির্দিষ্ট থাকলেও সরকারি নির্দেশে সেদিন রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। এদিকে 'শিক্ষক দিবস' উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাক্ প্রস্তুতি পর্ব শেষ। অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা রীতিমতো অনুশীলন করে গেছে। তাই ছুটি ঘোষণা হওয়ার জন্য তাদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মনেও হতাশা নেমে আসে। শেষপর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি মেনে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৬ ই সেপ্টেম্বর মঙ্গলকোটের গণপুর উচ্চ বিদ্যালয় (হা.সে) - এ পালিত হয় 'শিক্ষক দিবস'। 

   অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা    ড. রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষক রাজকুমার দাস ও অভীক চ্যাটার্জ্জী তাদের বক্তব্যে দিনটির তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। 

  অনুষ্ঠানে শিক্ষিকা চৈতালি ঠাকুরের পরিচালনায় বিদ্যালয়ের ছাত্রীরা নৃত্য এবং অঙ্গনা পালের পরিচালনায় ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে। বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশিত সাঁওতালি নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিক্ষক রাজকুমার দাস রচিত ও নির্দেশিত এবং ছাত্রছাত্রীদের অভিনীত নাটিকা 'স্বর্গরাজ্য না পশ্চিমবঙ্গ' স্বল্প পরিসরে বৃহত্তর সামাজিক বার্তা দেয়। 

   সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিদ্যালয়ের ছাত্রী দিলওয়ারা ও অঙ্কিতা। তাদের সুরেলা কণ্ঠের ভাষ্যপাঠ কাব্যিক ছন্দ এনে দেয়। এরফলে অনুষ্ঠানটি অন্য উচ্চতায় পৌঁছে যায়। সবমিলিয়ে একটি সুন্দর  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *