জড় ও জীবন

Spread the love

জড় ও জীবন


শ্রী সমরেন্দু চক্রবর্ত্তী,

জীবন নদীধারা বইছে —
জীবেরাও নাও বাইছে!
নদীটা গিয়াছে মিশে —
নিঃশেষে সাগরে শেষে।
ক্ষয়িষ্ণু জীবন জেনো,
জড়সমুদ্র অক্ষয় যেন!
জীবন রহস্যের অবগুণ্ঠন,
জড়েই জীবনের আবরণ।

জীবনে মৃত্যুর উঁকিঝুঁকি,
সমাপ্ত জীবনের আঁকিবুঁকি।
মৃত্যুতে হয়নাকো সর্বশেষ —
ঘুচে যায় ভালবাসা-বিদ্বেষ!
জড়েই জীবনের আবাহন,
জীবনের জড়সমুদ্রে মিলন।
জীবন যেখানে শেষ —
সেখানেই জড়ের দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *