ভাতারের বিভিন্ন গ্রাম থেকে প্রায় আড়াইশো জন ব্যক্তি সিপিআইএম ও বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত ধরে।
ভাতার ব্লক অফিসে তারা যোগদান করলো রবিবার দুটো 30 মিনিটে।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাচান্দা অঞ্চলের কর্জনা গ্রামের প্রায় 100 জন বিজেপি কর্মী ও নিত্যানন্দপুর অঞ্চলের কালুকতাক গ্রাম থেকে ১৫০ জন সিপিআইএম থেকে যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। বিধায়ক মান গোবিন্দ অধিকারী ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশের হাত ধরে।
বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান যে, সামনে বিধানসভা ভোট এতে দলের হাত অনেকখানি শক্ত হলো।
অপরদিকে সিপিআইএম নেতা নজরুল হক জানান, ঝাঁকের কৈ ঝাঁকে ফিরেছে। মানেটা হল হাসান শা র হাত ধরে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলছে তারা কখনো সিপিআইএম ছিল না।
খবর নিয়ে দেখুন ও প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য।
তাই বিধায়ক কি দাবি করল আমাদের তাতে কোন যায় আসে না।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।