নজরুল মঞ্চে ইঞ্জিনিয়ার্স ডে পালন

Spread the love

ভারত রত্ন ডঃ মোক্ষগুদা বিশ্বেশ্বরাইয়া [Late Dr. Mokshagundam Vishweswaria (Er.) Bharat Ratna]-র জন্মতিথি উপলক্ষ্যে ‘প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ (Progressive United Engineer’s Association) সংক্ষেপে ‘পিইউইএ’ (PUEA) দ্বারা কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত ‘ইঞ্জিনিয়ার্স ডে’ নামাঙ্কিত অনুষ্ঠানে ডক্টর মানুষ ভুইয়া মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়ে ১০ জন প্রকৌশলীর হাতে ‘প্রগতি রত্ন পুরস্কার’ তুলে দিলেন ।

ডাঃ ভুঁইয়া ছাড়াও পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক তথা রাসবিহারী বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক দেবাশিস কুমার, বর্ধমান দক্ষিণ নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক খোকন দাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন-এর আহ্বায়ক প্রতাপ নায়েক, দক্ষিণেশ্বর কালী মন্দির- এর পরিষদ সমিতির সদস্য কুশল চৌধুরী এবং বুক সেলার্স গিল্ড-এর সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি সহ বিভিন্ন বিভাগের মুখ্য প্রকৌশলী এবং অন্যান্য বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে আজ ‘প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ আজ ১০ জন প্রকৌশলীকে ‘প্রগতি রত্ন পুরস্কার’ দিয়ে সম্মানিত করল।

ভারত রত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়া–র জন্মতিথি উপলক্ষ্যে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ (Engineer’s Day) উদযাপন অনুষ্ঠানে আয়োজক সংগঠন ‘প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষে প্রকৌশলী সুব্রত ঘোষ, সাধারণ সম্পাদক অনির্বাণ ওঝা, সহ সাধারণ সম্পাদক দেবরাজ সিংহরায় একযোগে জানিয়েছেন, “ইঞ্জিনিয়ার্স ডে-র পবিত্র মুহূর্তে ১০ জন গুণী প্রকৌশলীকে ‘প্রগতি রত্ন পুরস্কার’ প্রদান করতে পেরে আমরা নিজেরাই কৃতার্থ বোধ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *