মঙ্গলকোটের শিমুলিয়া দুই অঞ্চলে অনুষ্ঠিত হলো পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প, পরিদর্শন করলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি।
সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলকোট ব্লকেও শুরু হয়েছে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প
১২৭ ও ১২৮ এই সংসদ দুটিকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প।
বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, দেখুন আজ ক্যাম্পে কত লোক এসেছে।
পরিষেবা পাচ্ছে তাই লোক আসছে। বিরোধীরা কুৎসা করছে করুক। ওদের ওটাই কাজ।
ক্যাম্পে পরিষেবা পেয়ে খুশি সাধারন মানুষ।
শিমুলিয়া অঞ্চলের বুথ নাম্বার ১২৭ ও ১২৮ এর এর বেশ কিছু রাস্তা খারাপ রয়েছে সেগুলি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকার মানুষ।
পাশাপাশি কিছু রাস্তার ধারে লাইট লাগানোর আবেদন জানিয়েছেন স্থানীয়রা।
গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী সাহা জানান, আজ ক্যাম্পে আমাদের বিধায়ক এসেছিলেন তিনি স্থানীয় মানুষজনদের দাবির কথা শুনলেন।
তাড়াতাড়ি সমাধান করে দেওয়া হবে তিনি জানিয়েছেন।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।