সংখ্যালঘুদের উপর হামলা ও নিরাপত্তা নিয়ে বেঙ্গল মাইনরিটি ফোরামের অভিযোগপত্র, দ্রুত আইনি পদক্ষেপের দাবি
মোল্লা ওয়াসিম আক্রাম ( টন্টু),
সাম্প্রতিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বাড়তে থাকা হামলা ও লিঞ্চিংয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেঙ্গল মাইনরিটি ফোরাম। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়।একটি লিখিত অভিযোগ জমা দিয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অভিযোগপত্রে চারটি মূল দাবি উত্থাপন করা হয়েছে —
১️, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জন্য অবিলম্বে আইনগত সহায়তা ও সুরক্ষা।
২️, অপরাধীদের দ্রুত শনাক্তকরণ ও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা।
৩️, প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালিয়ে এমন ঘটনা প্রতিরোধ।
৪️, সংখ্যালঘু এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা।