চিংড়িহাটা মেট্রোরেল নির্মাণের জট কেটেছে, ডিভিশন বেঞ্চ কে জানালো রাজ্য
মোল্লা জসিমউদ্দিন,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বেলেঘাটা সংলগ্ন চিংড়িঘাটা মেট্রোর কাজের জন্য সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়ে দিল রাজ্য এবং মেট্রো ।গত শুনানি পর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-কে দুই পক্ষ জানিয়েছিলেন, আদালতের নির্দেশ মোতাবেক তারা ৯ সেপ্টেম্বর বৈঠকে বসবে। এদিন রাজ্য জানায় -‘ মেট্রো কাজ সম্পর্কিত সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে’। সে ব্যাপারে অ্যাডভোকেট জেনারেল এদিন সংশ্লিষ্ট বৈঠকের আলোচ্য বিষয় আদালতে তুলে ধরেন। দু’পক্ষের কথা শুনে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, -‘ভবিষ্যতে কোনও সমস্যা হলে তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে’। এখন মেট্রোর কাজ নির্বিঘ্নে চলবে বলেই মনে করছে হাইকোর্ট।চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জট কাটাতে সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই মেট্রো, আরভিএনএল, পরিবহন দফতর, পুলিশ, কলকাতা পুরসভা এবং নগরোন্নয়ন দফতরের প্রতিনিধিরা বৈঠক করেন। সকল প্রতিনিধিদের নাম হাইকোর্টকে জানিয়েও দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ তখন জানায়, -:ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক হোক’। আদালতের তরফে, এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের লক্ষ্য রাখার আবেদন জানানো হয়। দিন ঠিক করে দিয়ে আদালত জানায়, -‘পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে বেলা আড়াইটের সময় বৈঠক করতে হবে এবং পরবর্তী শুনানির দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বর বৈঠকের আলোচনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে’। সেই মতোই এদিন রাজ্য জানায়, -‘মেট্রো কাজ সম্পর্কিত সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে’।চিংরিহঘাটা মেট্রোর জট সংক্রান্ত মামলায় জনস্বার্থে আলোচনার পরামর্শ দেয় আদালত। আদালতে আরভিএনএল-এর তরফে জানানো হয়, ‘শুক্রবার সন্ধে সাতটা থেকে শনিবার সকাল সাতটা, শনিবার সন্ধে থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধে থেকে সোমবার সকাল, এই ভাবে দুই সপ্তাহ কাজ করলেই সমস্যার সমাধান সম্ভব।’নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন চালুর কাজ বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। চিংড়িঘাটায় রোজ হওয়া যানজটকেই এর জন্য দায়ী করা হয়েছে। রেল বিকাশ নিগমের অভিযোগ ছিল, -‘চিংড়িঘাটায় ৩৬৬ মিটারের সংযোগের অভাবে এই মেট্রোপথ চালু করা যাচ্ছে না। অথচ এই মেট্রোপথ চালু হলে বহু মানুষ উপকৃত হবেন’।সম্প্রতি প্রধানমন্ত্রী কলকাতায় এসে উদ্বোধন করেছেন মেট্রোর নতুন রুটের। বেড়েছে যাত্রীর সংখ্যা। কিন্তু এরপরেও কমছে না ভোগান্তি। মেট্রো ও রাজ্যের আলোচনার পর কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানা গেছে।।