দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে তৎপর এডিপিসি-র আধিকারিকরা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
কার্যত শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দের আগমনী বার্তা। চারদিকে সাজো সাজো রব। সবাই পুজোর উৎসবে মেতে থাকার সুযোগ পেলেও ওদের কোনো ছুটি নাই। আভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এমনিতেই সারাবছর ওদের ব্যস্ত থাকতে হয়। উৎসবের সময় সেই ব্যস্ততা যেন আরও বেড়ে যায়। দুর্গাপুজোর আনন্দ যাতে নিরানন্দে পরিণত না হয় তারজন্য প্রতিমুহূর্তে ওদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়, সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে হয়। ওরা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত।
দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে তৎপর হয়ে উঠেছে এডিপিসি বা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করার জন্য সম্প্রতি এলাকার ট্রাফিক গার্ডের উর্ধতন আধিকারিক ও সব থানার ট্রাফিক গার্ডের ওসিদের উপস্থিতিতে ডিসিপি (ট্রাফিক) পি ভি জি সতীশের নেতৃত্বে একটি সমন্বয় বৈঠক হয়। সেখানে গাড়ির মালিকরাও উপস্থিত ছিলেন। উৎসবের সময় কীভাবে যানজট ও ভিড় নিয়ন্ত্রণ করা যায় তার কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে ডিসিপি ( ট্রাফিক) বলেন, পুজোর সময় কীভাবে ভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবেএবং কোন কোন এলাকা 'নো এন্ট্রি' থাকবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আগামী ২৫ শে সেপ্টেম্বর থেকে আগামী ৫ ই অক্টোবর পর্যন্ত এলাকায় কলকাতাগামী ভারী পণ্যবাহী যান দুপুর সাড়ে ১২ টা থেকে পরের দিন ভোর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে। শুধুমাত্র বোম্বে রোড এবং ডানকুনিতে যাতায়াতকারী যানগুলিকে চলাচল করার অনুমতি দেওয়া হবে। এই যানগুলিতে বি এবং ডি স্টিকার থাকবে। এছাড়া দুধ, শাকসবজি, এলপিজি ও সিএনজি গ্যাস সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।
ডিসিপি আরও বলেন, ৩০ শে সেপ্টেম্বর 'কুমারী পুজো'-র দিন ভোর ৫ টা থেকে পরের দিন রাত আড়াইটে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়াও মহালয়ার দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর রবিবার ভোরবেলা থেকে দুপুর বেলা পর্যন্ত ভারী পণবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি কোজাগরী লক্ষীপুজোর জন্য ৭ ও ৮ অক্টোবর পরপর দু'দিন এলাকায় ভারী পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং দুপুর সাড়ে বারোটা থেকে পরের দিন রাত আড়াইটে পর্যন্ত 'নো এন্ট্রি' বলবৎ থাকবে। ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী গাড়িগুলি বাংলা-ঝাড়খন্ড সীমানায় ডুবুরডিহি চেকপোস্টে আটকানো হবে।
এছাড়া যানজট সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য তিনি একটি জরুরি নম্বরও জানিয়েছেন। এই নম্বরটি হল ৮১১৬৬০৪৪০২। তিনি বলেন , যেকোনো পরিস্থিতিতে এই নম্বরে যোগাযোগ করা হলে সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পুজোর সময় এলাকায় যানজট নিয়ন্ত্রণের জন্য তিনি পরিবহন মালিকদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রার্থনা করেন।